Ridge Bangla

অভিনেত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে কোরিওগ্রাফার গ্রেপ্তার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নয়না গাঙ্গুলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর ৭টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এরপর তাকে আলিপুর কোর্টে হাজির করা হবে।

নয়না গাঙ্গুলী তিন বছর ধরে চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্প থেকে দূরে ছিলেন। টলিউড, বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা জটিলতায় তিনি দীর্ঘদিন নিস্তব্ধ ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ না করে নয়না জানান, প্রাক্তন প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হবেন তিনি। পাশাপাশি তিন বছর ধরে ইন্ডাস্ট্রিতে অনুপস্থিত থাকার কারণও জানাবেন বলে জানান।

নয়নার অভিযোগ অনুযায়ী, টুবান চক্রবর্তী তাকে কাজ করতে দিতেন না এবং বাড়িতেও দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন। নয়নার পাশাপাশি টুবানের অন্য কয়েকজন নারীর সঙ্গেও সম্পর্ক ছিল। নয়না বহুবার এই সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু তার ওপর ভয় দেখানো হতো এবং জোর করা হতো। অবশেষে নয়না আইনের সহায়তা নেন এবং অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে টুবানকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর ভক্ত, কলাকুশলীরা সামাজিক মাধ্যমে নেতিবাচকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শিল্পী নয়নার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। বর্তমানে টুবান চক্রবর্তী পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৫

আরো পড়ুন