ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাতজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বদলি হওয়াদের মধ্যে উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ বদলির নির্দেশনা জারি হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পাঠানো হয়েছে পিঅ্যান্ডআর বিভাগে। প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে নেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১ শাখায়। এছাড়া ট্রাফিক-অ্যাডমিন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মেহেদী হাসানকে বদলি করা হয়েছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে। একইসঙ্গে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রেনিং বিভাগে।
তদুপরি, ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে বদলি করে দেওয়া হয়েছে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) পদে। অন্যদিকে ওই দপ্তরের সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে স্থানান্তর করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) পদে।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আক্তার চুমকিকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে।
ডিএমপি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতেই এসব বদলি করা হয়েছে।