বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অনেক দিন ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত। হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় নন। বিভিন্ন অনুষ্ঠানেও দীর্ঘদিন দেখা যায়নি তাকে। শেষবার তিনি অভিনয় করেছিলেন ‘শত্রু’ ছবিতে। এরপর থেকে ধীরে ধীরে আড়ালে চলে যান এই অভিনেতা। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে আরও দূরে সরে গেছেন তিনি।
অবশেষে শুধু চলচ্চিত্র নয়, দেশও ছাড়তে হলো বাপ্পিকে। জানা গেছে, তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। তবে সোমবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে নিজেই যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বাপ্পির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আর দেশে ফেরার পরিকল্পনা করছেন না। যুক্তরাষ্ট্রে নতুন পেশায় যুক্ত হয়ে জীবন-জীবিকার সন্ধান করবেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ‘সুলতানা বিবিয়ানা’র পর বাপ্পির কোনো সিনেমাই বাণিজ্যিক সাফল্য পায়নি। এ কারণে প্রযোজক ও পরিচালকেরা ধীরে ধীরে তাকে নিয়ে কাজ করতে আগ্রহ হারান। ফলে থমকে যায় তার অভিনয়জীবন।
এর মধ্যে আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’—এই দুটি ছবির কাজ অনেক আগেই শেষ হলেও আজও মুক্তি পায়নি। সেগুলোর ভাগ্য নিয়ে নির্মাতা ও প্রযোজকেরাও কোনো স্পষ্ট তথ্য দিতে পারছেন না। সব মিলিয়ে অভিনয়ে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বাপ্পি চৌধুরীর।