দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, অপারেশন সফলভাবে শেষ হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
ঝন্টুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। নির্মাতা ও প্রযোজক এম এন ইস্পাহানি ফেসবুকে তার আপডেট শেয়ার করে লিখেছেন, “দেলোয়ার জাহান ঝন্টু একজন সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সফলভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। সবাই দোয়া করবেন।” সঙ্গে তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ঝন্টুর কয়েকটি ছবিও পোস্ট করেছেন।
ছবিগুলোতে দেলোয়ার জাহান ঝন্টুকে দেখে চলচ্চিত্রপ্রেমী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যের ঘরে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, “অনেক দোয়া…”। অভিনেত্রী রিয়ানা পারভিন পলিও দোয়ার বার্তা দিয়েছেন।
চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে সক্রিয় দেলোয়ার জাহান ঝন্টু দেশের সিনেমায় বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি এ পর্যন্ত ৮৮টি সিনেমা পরিচালনা করেছেন, যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক কাজ। পাশাপাশি তিন শতাধিক ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি।
বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে ব্যস্ত আছেন ঝন্টু। এই সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করছেন এবং এতে তার সঙ্গে যৌথভাবে কাজ করছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।