Ridge Bangla

শেষকৃত্যেও ইতিহাস রচনা করলেন জুবিন গার্গ

জনপ্রিয় অসমীয়া গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হলো পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। মঙ্গলবার গুয়াহাটির কাছে কমারকুচি গ্রামে লাখো ভক্ত, শুভানুধ্যায়ী এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাকে চিরবিদায় জানানো হয়।

প্রিয় শিল্পীর মরদেহ সকালে গুয়াহাটির অর্জুন ভগেশ্বর বরুরা স্পোর্টস কমপ্লেক্স থেকে ফুলে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে শ্মশানে নিয়ে যাওয়া হয়। শেষ দুইদিন ধরে লক্ষাধিক মানুষ কমপ্লেক্সে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। মরদেহটি রাখা হয়েছিল একটি ঠাণ্ডা কাচের কফিনে এবং আসামের ঐতিহ্যবাহী গামছা দিয়ে মোড়ানো ছিল। কফিনের পাশে ছিলেন তার ৮৫ বছর বয়সী পিতা, স্ত্রী গরিমা শইকীয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা।

অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেন। তারা “জয় জুবিন” ধ্বনি দিতে দিতে এবং তার জনপ্রিয় গান গাইতে গাইতে শ্মশানের দিকে এগিয়ে যান। আসামের ঐতিহ্য অনুযায়ী, তার দিদি পালমি বোরঠাকুরই চিতা জ্বালান। ভক্তদের চোখে কান্না, আবার কেউ ‘জুবিন নামরু’ ধ্বনি দিতে দিতে শেষ শ্রদ্ধা জানান। ভক্তদের অনুরোধে জুবিনের প্রিয় গান ‘মায়াবিনী’ বাজানো হয়।

মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় তার মরদেহে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার কমপ্লেক্সে ফেরানো হয় এবং শ্মশানযাত্রা শুরু হয়।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “জনগণের আবেগ গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছি।” জুবিনের মৃত্যু হয়েছিল ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কাই ড্রাইভিং সময়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫২ বছর।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৪

আরো পড়ুন