Ridge Bangla

বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে: রিজভী

ওয়ান-ইলেভেনের সময়ের মতো আবারও বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। যখন সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সময়, তখনই সরকারপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক শক্তি বিএনপিকে টার্গেট করেছে। তিনি এ পরিস্থিতিকে ওয়ান-ইলেভেনের কৌশলের সঙ্গে তুলনা করেন।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে। এজন্য পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রশাসনে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগও আনেন রিজভী। তাঁর দাবি, ডিসি-এসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুগতদের দিয়ে। এ সময় তিনি সিনিয়র সচিব মোখলেস উর রহমানের ভূমিকারও সমালোচনা করেন।

মাসুদুজ্জামানের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর অন্তর্ভুক্তি বিএনপিকে আরও শক্তিশালী করবে। বক্তব্যে মাসুদ জানান, তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে বিএনপির হয়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুসহ অন্যরা। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মাসুদুজ্জামান মাসুদকে প্রার্থী করা হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন