Ridge Bangla

টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে দগ্ধ ৪ জন ফায়ার সার্ভিস কর্মী

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে টঙ্গীর একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভানোর সময় ফায়ার ফাইটারদের পিপিই পর্যন্ত পুড়ে যায়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সাধারণত ফায়ার ফাইটারদের পিপিই ৩০০ থেকে ৩২০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। কিন্তু ওই আগুনের তীব্রতায় সুরক্ষা সামগ্রীও গলে গেছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৪) এবং ওয়ারহাউস অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৮)। তাঁদের বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, আহতদের মধ্যে নুরুল হুদা ও শামীম আহমেদের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। অফিসার জান্নাতুল নাঈমের ৪২ শতাংশ এবং জয় হাসানের শরীরের প্রায় ৫ শতাংশ দগ্ধ হয়। তিনি আরও জানান, জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে, তবে বাকি তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের আইসিইউতে স্থানান্তর করা হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া অন্য কর্মীদেরও সতর্কভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন