গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নামাবাজার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে একজনকে এবং পরদিন ভোরে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান জানান, তদন্তে দুই কিশোরের সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, প্রতিমা নির্মাণস্থলে গেলে কারিগরদের খারাপ আচরণের কারণে ক্ষোভ থেকেই প্রতিমা ভাঙচুরের সিদ্ধান্ত নেয় তারা।
তিনি আরও বলেন, যেহেতু অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় পূজা কমিটির সদস্যরা মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৪