Ridge Bangla

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে ৬ দিনের ট্রাফিক ডাইভারশন

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৬ দিন ট্রাফিক ডাইভারশন চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে।

এই সময় ট্রাফিকের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনমতো ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা করা হবে। রক্ষণাবেক্ষণ চলাকালীন যাত্রীদের উভয়মুখে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী টানেলের নিরাপদ ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য সকল যাত্রীদের সহযোগিতা কামনা করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন