Ridge Bangla

নতুন গল্পে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫

তরুণদের জীবনের হাসি-কান্না, বন্ধুতা ও ব্যাচেলরিয়ান জীবনের বাস্তব অভিজ্ঞতাকে ঘিরে নির্মিত দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজনে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫।

ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি ইতোমধ্যে রাজধানীতে সিজন-৫-এর শুটিং সম্পন্ন করেছেন। নির্মাতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহায় সিজনটি প্রচারে আসবে।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি এরইমধ্যে চারটি সিজন সম্পন্ন করেছে। সর্বশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ সিজন। এরপর থেকেই দর্শকমহলে নাটকটির পঞ্চম সিজন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে দর্শকদের সেই চাহিদার প্রতিফলন ঘটে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রতিটি চরিত্র হয়ে উঠেছে দর্শকদের প্রিয়। নাটকের হাস্যরসাত্মক সংলাপ, ব্যতিক্রমী গল্প এবং বাস্তবধর্মী উপস্থাপনায় নাটকটি পেয়েছে অভাবনীয় জনপ্রিয়তা। চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেক অভিনেতা এই ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন নতুন পরিচিতি।

নতুন সিজনের গল্প, চরিত্র ও পরিবেশনা কেমন হবে তা নিয়ে এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে। তবে নির্মাতা আশ্বস্ত করেছেন, আগের মতোই হাস্যরস, বাস্তবতা ও নতুন চমক থাকবে এই সিজনেও।

আরো পড়ুন