ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ঝলমলে রূপালি পর্দার সঙ্গে সঙ্গে নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। নাচ, অভিনয় ও সৌন্দর্য কেবল তার পরিচয়ের এক অংশ; কিন্তু ব্যক্তিগত জীবন, প্রেম, সমালোচনা আর সাফল্যের ভিড়ে কি তিনি খুঁজে পান নিজের অন্তরের শান্তি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তামান্না নিজের আধ্যাত্মিক দিক উন্মোচন করেছেন এবং জানিয়েছেন কিভাবে তিনি জীবন ও সম্পর্ককে নতুন আলোতে দেখতে চান।
সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি কি একজন আধ্যাত্মিক মানুষ? উত্তরে তামান্না বলেন, “তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। সবসময় খুঁজতে থাকি। ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। আমরা অনুসন্ধানকারী জাতি। কিন্তু দুর্ভাগ্য, আধ্যাত্মিকতা বা ধর্মের সঙ্গে এত ভুল ধারণা ও কলঙ্ক জড়িয়ে থাকে যে, আমরা সত্যিই যা খুঁজছি তা হারিয়ে যায়।”
তিনি আরও যোগ করেন, “কারো সাহায্য ছাড়াই আমি আনন্দে থাকতে পারি। আমরা কেবল নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমার যাত্রাও তাই ছিল। গত দুই-তিন বছরে, যেসব সাধনা করেছি, সেগুলো আমার জীবনে গভীর রূপান্তর এনেছে। এখন বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারি এবং সবসময় উদ্দীপ্ত থাকি।”
তামান্না আধ্যাত্মিকতা মানেই সন্ন্যাসী নয় বলেও উল্লেখ করেন। তিনি বলেন, “আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমার সাধনা আমাকে আরও উচ্চাকাঙ্ক্ষী, জীবনের প্রতি ক্ষুধার্ত এবং নতুন অভিজ্ঞতার জন্য উচ্ছ্বসিত করেছে। এটি প্রচলিত ধারণার বিপরীত।”