Ridge Bangla

বড় পর্দায় জুটি বাঁধছেন সিয়াম-সাবিলা নূর

নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার নতুন সিনেমা ‘রাক্ষস’ বানাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে। দীর্ঘদিন ধরে সিনেমার নায়িকা কে হবেন—এ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেছে, ‘রাক্ষস’-এর নায়িকা হিসেবে সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর।

সাবিলা নূরের বড় পর্দার অভিষেক হয়েছিল রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এবার শাকিবের পর সিয়ামের সঙ্গে জুটি বাঁধার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সূত্র বলছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সিনেমাটির প্রোডাকশন সম্পর্কে জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নির্মাতা ও নায়িকা-নায়ক কেউই মন্তব্য করেননি। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘রাক্ষস’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। ওই সিনেমায় তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে এবার হৃদয় তার নতুন সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ সূত্র।

পরিকল্পনা অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে ‘রাক্ষস’ বড় পর্দায় মুক্তি পাবে। নির্মাতা ও প্রযোজক উভয়েই আশা প্রকাশ করেছেন যে সিয়াম-সাবিলা জুটির উপস্থিতি সিনেমাটিকে দর্শকপ্রিয় করে তুলবে এবং চলমান বিনোদন জগতে এটি আলোচিত হবে।

এই সিনেমার মাধ্যমে সিয়াম-সাবিলা নূর দুই জনপ্রিয় চিত্রনায়ক-চিত্রনায়িকার নতুন জুটি হিসেবে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে চলেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন