‘ব্যাডস অফ বলিউড’ নির্মাণের সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ঠিক তখনই খবর এসেছে, নতুন সমস্যা জড়াতে যাচ্ছেন কিংপুত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানের সঙ্গে এবার মামলায় ফাঁসতে পারেন রণবীর কাপুরও।
ফিল্মটিতে এক ঝাঁক তারকার ক্যামিও রয়েছে। রণবীরও ছিলেন সেখানে। বিশেষ করে তার একটি দৃশ্যে ই-সিগারেট (ভেপ) ব্যবহার করার বিষয়টি ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। কমিশন অভিযোগ করেছে, এই দৃশ্যে কোনোরকম বিধিসম্মত সতর্কীকরণ নেই। তাদের মতে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যুবপ্রজন্মকে ভুল পথে পরিচালিত করতে পারে বা অবৈধ কার্যকলাপে উৎসাহ দিতে পারে।
এরই মধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা ও প্রযোজক, পাশাপাশি রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়েছে মানবাধিকার কমিশন। এছাড়া, ভারতে নিষিদ্ধ ই-সিগারেটের প্রচারমূলক এই দৃশ্যের জন্য নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। কমিশন ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নোটিশ পাঠিয়েছে, এবং দাবি করেছে, সিরিজ থেকে রণবীর কাপুরের ধূমপানের দৃশ্য ছেঁটে ফেলা হোক।
তবে এ বিষয়ে এখনও আরিয়ান ও রণবীর কোনো মন্তব্য করেননি। ১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’, যেখানে রণবীর ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা। এর মধ্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর এবং রণবীর সিং অন্যতম। চলচ্চিত্রটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকের মধ্যে আলোচিত হয়ে উঠেছে।