Ridge Bangla

এবারের দুর্গাপূজায় সম্প্রীতি ও সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবও বটে। এবারের পূজায় সেই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং উৎসব হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আনন্দঘন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পূজার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। এজন্য সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব উপভোগ করতে পারবেন। ইতোমধ্যে পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি মণ্ডপে শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আনসার সদস্যরা ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৩২ লাখ টাকা অনুদান ও ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব উদ্যোগ পূজার আয়োজনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য নতুন মাত্রা পাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন