Ridge Bangla

চাঁদপুর লঞ্চঘাটে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চাঁদপুর লঞ্চঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ’র ২ নম্বর পল্টুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবকের নাম নূরুল আমিন (২৬), কক্সবাজার জেলার উখিয়া থানার মো. আবুল হাশেমের ছেলে।

চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম. এস. ইকবালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশের তথ্যমতে, নূরুল আমিনের পরিহিত প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন নৌ থানার এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও খালেদ। আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর থানায় আনা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম. এস. ইকবাল জানান, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্র বলছে, নৌপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা বাড়ছে। এর আগে একাধিকবার লঞ্চঘাট এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযানে আরও কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ বলছে, চাঁদপুর লঞ্চঘাটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন