Ridge Bangla

টানা দ্বিতীয়বার কোপা ট্রফির মালিক ইয়ামাল

ফুটবলের উঠতি তারকা লামিনে ইয়ামাল আবারও জিতে নিলেন অনূর্ধ্ব-২১ সেরা ফুটবলারের সম্মানজনক পুরস্কার ‘কোপা ট্রফি’। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে আয়োজিত ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে তার হাতে ট্রফি তুলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা রাফায়েল ভারান।

মাত্র ১৮ বছর বয়সেই টানা দ্বিতীয়বার এই পুরস্কার অর্জন করে ইয়ামাল গড়লেন এক অনন্য দৃষ্টান্ত। স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার ফরোয়ার্ড হিসেবে গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ইয়ামাল করেছেন ১৮ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫ গোল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত এবং ধারাবাহিকতা তাকে করেছে ভক্তদের কাছে বিশেষ।

২০১৮ সালে কোপা ট্রফির যাত্রা শুরু হয়। প্রথমবার এটি জিতেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর বার্সেলোনার দুই তরুণ পেদ্রি ও গাভি এই পুরস্কার ঘরে তোলেন। তবে দুইবার এই ট্রফি জয়ের কীর্তি একমাত্র ইয়ামালেরই।

বিশেষজ্ঞদের মতে, ইয়ামালের এই সাফল্য শুধু ভবিষ্যতের ইঙ্গিতই নয়, বরং প্রমাণ করে তিনি ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম। ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে, তরুণ এই তারকা সামনের দিনগুলোতে কতদূর এগিয়ে নিতে পারেন নিজের ক্যারিয়ারকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৭

আরো পড়ুন