Ridge Bangla

সাতসকালে বৃষ্টিতে রাজধানীতে চরম দুর্ভোগ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল বেলা কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ঢাকা কলেজের শিক্ষার্থী জিসান বলেন, “সকালে সময়মতো বের হতে পারিনি। কোনোভাবে রাস্তায় নামলেও রিকশা পাওয়া দুষ্কর। দুই-একটা রিকশা পাওয়া গেলেও তারা অতিরিক্ত ভাড়া চাইছে।”

আবহাওয়া অধিদপ্তরের সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে; ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন