Ridge Bangla

টঙ্গীতে নারীসহ গ্রেপ্তার ৪, ইয়াবা ও হেরোইন উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

দৈনিক কালবেলায় ‘টঙ্গীতে মাদকের হাট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সকলের বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, রুনা দীর্ঘদিন ধরে কেরানির টেক বস্তি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও নানা কৌশলে আইনের চোখ এড়িয়ে গেছেন। তবে কালবেলার সংবাদ প্রকাশ ও পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে চারজনের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম জানান, সন্ত্রাস ও মাদকের সঙ্গে কোনো আপস নেই। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান থেকে শিক্ষণীয় বার্তা হলো, যারা মাদকের ব্যবসা পরিচালনা করে, তাদের আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন