Ridge Bangla

জুলাই হত্যাযজ্ঞ: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ২০ তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। প্রসিকিউশন ইতিমধ্যেই আরও তিনজনের সাক্ষ্যগ্রহণের আবেদন করেছে।

মামলায় অভিযোগ আনা হয়েছে, জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অন্তত ১৪০০ জনকে হত্যা এবং হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার সঙ্গে অভিযুক্তরা জড়িত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ১৪ জুলাই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, রংপুরে আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে ছয় শিক্ষার্থী হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পুড়ানো।

২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য কার্যক্রম শুরু করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত মামলায় পাঁচজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলাও রয়েছে—একটি তার শাসনামলের সময় গুম-খুনের ঘটনায় এবং অপরটি মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড সংক্রান্ত। মামলায় অভিযুক্তরা দেশছাড়া অবস্থায় ভারতে অবস্থান করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন