খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন সংকট না থাকলেও পরিচ্ছন্নতাকর্মীর বেপরোয়া আচরণের কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মেডিসিন ইউনিট-১-এ ভর্তি শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর অক্সিজেন খুলে নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি জটিলতায় ভুগছিলেন সাইফুল। শারীরিক অসুস্থতা বাড়লে শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বজনরা অক্সিজেনের ব্যবস্থা করতে চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে মধ্য রাতে এক ওয়ার্ডবয়কে টাকা দিয়ে তার সহায়তায় অক্সিজেন জোগাড় করেন।
কিন্তু রবিবার সকালে জব্বার নামে এক ক্লিনার এসে অক্সিজেন খুলে অন্য রোগীর কাছে নিয়ে যান। এ সময় রোগীর স্বজনরা বাধা দিলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। পরে প্রায় ১৫–২০ মিনিটের মধ্যে সাইফুলের মৃত্যু হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্লিনার জব্বার দাবি করেন, তিনি অন্য এক মুমূর্ষু রোগীর প্রয়োজনে অক্সিজেন সরিয়েছিলেন। তবে ডাক্তারের অনুমতি ছাড়া এ কাজ করার এখতিয়ার তার আছে কিনা—এমন প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি তিনি।
খুমেক হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, হাসপাতালে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। রোগীকে অক্সিজেন দেওয়া বা সরানোর সিদ্ধান্ত ডাক্তারদের নেওয়ার কথা। কোনো ক্লিনার এ কাজ করলে তা অপরাধ বলে গণ্য হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।