Ridge Bangla

আসামে জুবিন গার্গের মরদেহের পাশে ভিড়, স্ত্রী ভেঙে পড়লেন কান্নায়

আসামের রাস্তাজুড়ে সর্বত্র শুধু জুবিন গার্গ। রাজ্যের সাংস্কৃতিক প্রতীক হিসেবে ‘চিরকাল জুবিন গার্গ’ লেখা গামছা হাতে হাজারো অনুরাগী রাস্তায় জড়ো হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সদ্যপ্রয়াত গায়ক জুবিন গার্গের কফিনবন্দি মরদেহ গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর আগ থেকেই তাঁকে শেষবার দেখার জন্য অনুরাগীরা উপস্থিত ছিলেন।

মরদেহ পৌঁছার পরই কফিন আঁকড়ে ধরে কেঁদে উঠলেন স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। শুধু তিনিই নন, বুক ভাসিয়ে কেঁদেছেন অসংখ্য সংগীতপ্রেমীও। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে বিমানবন্দর থেকে মরদেহ বের হতেই গুয়াহাটির রাস্তায় জনস্রোত নেমে আসে। ছোট-বড় সংগীতানুরাগীরা প্রিয় গায়ককে শেষবার দেখার জন্য উদগ্রীব ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আকস্মিকভাবে মৃত্যু হয় ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের। মাত্র ৫২ বছর বয়সে জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন আসামের প্রাণকেন্দ্র এই সংগীতশিল্পী। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকসংবাদ পাওয়ার পর রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি মরদেহ উদ্ধারের পর বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দর পৌঁছানোর পর জুবিনকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর মরদেহ অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন