Ridge Bangla

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে তোলপাড়

ফিল্ম ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমরের নতুন রিয়েলিটি শো ‘লাজাওয়াল ইশক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পাকিস্তানের প্রথম ‘ভালোবাসা কেন্দ্রিক’ রিয়েলিটি শো হিসেবে পরিচিত এই অনুষ্ঠানটির প্রোমো সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রোমোতে দেখা যায়, আয়েশা ওমর লাল গাউনে ভাসফোরাসের পাশে বিলাসবহুল ভিলায় দর্শকদের স্বাগত জানাচ্ছেন। শোতে অংশগ্রহণকারীরা মূলত অচেনা মানুষ, যারা শোর ফরম্যাটে বিভিন্ন সম্পর্ক এবং প্রেমের পরীক্ষা সামলান।

প্রোমো প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শোকে দেশীয় ‘লাভ আইল্যান্ড’-এর সঙ্গে তুলনা করেছেন, আবার কিছু ব্যবহারকারী শোটি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। এক ব্যবহারকারী শোটিকে আখ্যায়িত করেছেন ‘কিউপিডের ক্যাশ গ্র্যাব’। অন্যরা বলেছেন, সামান্য অপরাধ এক কথা, কিন্তু তা প্রকাশ্যে দেখানো ভিন্ন ব্যাপার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ দর্শক পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে শো নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে সব প্রতিক্রিয়া নেতিবাচক নয়। অনেকে বিতর্ককে প্রহসন হিসেবে দেখছেন এবং উল্লেখ করছেন, যারা এই শো সমালোচনা করছেন, তারাই নেটফ্লিক্সের বিদেশি ডেটিং শো দেখে বিনোদন গ্রহণ করেন।

শোটির বিতর্ক সৃষ্টি করেছে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা এবং বিনোদনের সীমা নিয়ে। এতে দর্শকদের মধ্যে আগ্রহও বেড়েছে এবং সম্প্রচারের আগেই এটি আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন