Ridge Bangla

ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় এসেছে। এ জয় শুধু শিক্ষাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না, আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান জানান, যারা জামায়াতকে ভালোবাসে এবং যাদেরকে জামায়াত ভালোবাসে, তাদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার আশা করছেন তারা। এ নির্বাচনে বিজয় অর্জনে তিনি আর্থিক কোরবানি ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ একটি নতুন সূচনা পেয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছেন। এই আত্মত্যাগের বিনিময়ে মহান আল্লাহ বিজয় দান করেছেন। এ সময় তিনি সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করেন।

দীর্ঘ অসুস্থতার পর এ অধিবেশনে বক্তব্য দিয়ে জামায়াত আমির বলেন, সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর নিয়ামত, এজন্য সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ নিহত, আহত ও দেশত্যাগে বাধ্য হয়েছেন। এখনো অনেকে চিকিৎসাধীন, তাদের সুস্থতার জন্য দোয়া করতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন