প্রায় আট মাস আফগানিস্তানের জেলখানায় বন্দি থাকার পর দেশে ফিরলেন দুই ব্রিটিশ নাগরিক পিটার রেনল্ডস (৮০) ও বার্বি রেনল্ডস (৭৬)। ছাড়া পাওয়ার পর তারা নিজ পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) হিথ্রো বিমানবন্দরে পৌঁছে তারা জানান, দীর্ঘ আটক জীবনে তারা এমনও ভেবেছিলেন যে হয়তো আর মুক্ত হবেন না, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় ছিলেন।
গত ফেব্রুয়ারিতে বামিয়ান প্রদেশে ফেরার পথে দম্পতি এবং তাদের দোভাষী জুয়া ও মার্কিন নাগরিক ফেই হলকে গ্রেপ্তার করে তালেবান। পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় মার্চে ফেই হল মুক্তি পান। তবে জুয়ার ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা।
বার্বি রেনল্ডস জানান, সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল যখন তিনি দেখেছেন তার বৃদ্ধ স্বামী হাত ও পা শৃঙ্খলিত অবস্থায় পুলিশ ট্রাকে উঠতে পারছেন না। পিটার হৃদরোগ আক্রান্ত এবং ওষুধের ওপর নির্ভরশীল হলেও আটক অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন।
পরিবার জানিয়েছে, তাদের মুক্তিতে কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর তাদের সন্তানরা আনন্দে উদযাপন করেছেন। রেনল্ডস দম্পতি ১৯৭০ সাল থেকে আফগানিস্তানে শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তালেবান ক্ষমতায় ফেরার পরও তারা দেশ ছাড়েননি। মুক্তির পরও বার্বি জানান, সুযোগ হলে আবার আফগানিস্তানে ফিরতে চান।