Ridge Bangla

‘কল্কি ২’-এর সিক্যুয়েল থেকে সরে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘কল্কি’ সিনেমার মেগাবাজেট সিক্যুয়েল থেকে নিজে সরে দাঁড়িয়েছেন। আগে গুঞ্জন চলেছিল, নির্মাতারা অপেশাদার আচরণের কারণে তাকে বাদ দিয়েছেন। তবে প্রকৃত তথ্য জানা গেছে, সিদ্ধান্তটি অভিনেত্রীর একান্ত নিজের।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, বৈজন্তী মুভিজের পক্ষ থেকে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা জানাচ্ছি, ‘কল্কি ২৮৯৮’-এ দীপিকা থাকছেন না। প্রথম ছবিতে একসঙ্গে কাজ করা হলেও দ্বিতীয় ছবিতে তা সম্ভব হয়নি। সিক্যুয়েলে অভিনয়ের জন্য ব্যাপক দায়বদ্ধতা প্রয়োজন।”

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুর পর্যায়ে গল্পে দীপিকাকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি হয়েছিল। কিন্তু পরে নির্মাতারা চরিত্রের পরিধি কমিয়ে ক্যামিওর মতো রূপ দিয়েছেন। এটি শুনে দীপিকা হতভম্ব হয়েছেন। কারণ তিনি শুটিংয়ে অংশগ্রহণের জন্য আগ্রহী ছিলেন। তাই তিনি নিজে সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান।

প্রথম ‘কল্কি’-তে দীপিকা দুঃসাহসী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন। অর্ধনগ্ন অবস্থায় আগুনের ওপর দিয়ে হাঁটার দৃশ্যসহ তার পারফরম্যান্স প্রশংসিত হয়। এই অভিজ্ঞতা দর্শকরা সিক্যুয়েলেও প্রত্যাশা করেছিলেন।

এদিকে, দীপিকার নতুন কাজের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আইনি জটিলতা দেখা দিয়েছে। রাজস্থানের ভরতপুরে একটি এফআইআরে তিনি এবং গাড়ি নির্মাতা হুন্দাইয়ের ছয় কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। অভিযোগ, ২০২২ সালে গাড়ি কেনার পর ত্রুটি দেখা দেয় এবং অভিযোগ সত্ত্বেও সমাধান হয়নি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার দায়িত্ব নিয়ে আইনি জবাবদিহি তোলা হচ্ছে। এফআইআরে শাহরুখ খানের নামও অন্তর্ভুক্ত, কারণ তিনি দীর্ঘদিন ধরে একই ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন