Ridge Bangla

ঐশ্বরিয়া মায়ের কাছে থাকেন মায়ের অসুস্থতার কারণে, সংসার ভাঙেনি

বলিউডে কিছুদিন ধরেই ঘুরছে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের ডিভোর্স সংক্রান্ত গুঞ্জন। এই সময় তাদের কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ধীরে ধীরে প্রকাশিত নানা সূত্রে বোঝা গেছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু নেটিজেনরা প্রশ্ন করছেন—যদি সংসার ঠিকঠাকই থাকে, তাহলে ঐশ্বরিয়া কেন মায়ের কাছে সময় কাটাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক প্রহ্লাদ কক্কড়, যিনি ঐশ্বরিয়ার মা ভিরান্দা রাইয়ের প্রতিবেশী।

প্রহ্লাদ কক্কড় হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “বিভিন্ন সময়ে যে বিচ্ছেদের খবর ছড়ানো হয়েছে, তা মিথ্যা। ঐশ্বরিয়া এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ। তিনি মায়ের কাছে থাকেন মায়ের অসুস্থতার কারণে। ঐশ্বরিয়া মায়ের প্রতি যত্নশীল এবং তাকে দেখাশোনা করতে ভালোবাসেন।”

তিনি আরও জানিয়েছেন, “প্রথমে ঐশ্বরিয়া মেয়ে আরাধিয়া বচ্চনকে স্কুলে দিয়ে মায়ের বাড়িতে আসতেন, এরপর ছুটির সময়ে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরতেন। তার মা অসুস্থ থাকায় ঐশ্বরিয়া নিয়মিত খেয়াল রাখছেন।”

প্রহ্লাদ বলেন, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গে বনিবনা না থাকা বিষয়টি ঐশ্বরিয়ার মায়ের সঙ্গে সম্পর্কের কারণে কোনো সমস্যা তৈরি করেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, “সেনটিমেন্টাল কারণে এবং মায়ের যত্নের জন্যই ঐশ্বরিয়া তার কাছে থাকেন। বিচ্ছেদ হলে, অভিষেকও কি মায়ের কাছে যেতেন?”

পরিচালক এও নিশ্চিত করেছেন, “সুতরাং যে সমস্ত গুজব ছড়ানো হচ্ছে, তাতে কোনো ভিত্তি নেই। ঐশ্বরিয়া এখনও বচ্চন পরিবারের বউ এবং সংসার অটুট আছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন