Ridge Bangla

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববার (২১ সেপ্টেম্বর) তার এই ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ স্বীকৃতি হামাসকে পুরস্কৃত করা ছাড়া আর কিছু নয়। ইসরায়েলি মন্ত্রণালয়ের দাবি, হামাস নেতারাই প্রকাশ্যে স্বীকার করছে যে এটি ৭ অক্টোবরের হামলার ফলাফল।

এর প্রতিক্রিয়ায় স্টারমার বলেছেন, এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়, বরং শান্তির পথে এগোনোর একটি বাস্তবসম্মত পদক্ষেপ। তিনি জানান, যুক্তরাজ্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে এবং শিগগিরই সংগঠনটির আরও নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলি প্রতিবন্ধকতা তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ পদক্ষেপকে স্বাগত জানালেও জানিয়েছে, কেবল স্বীকৃতি যথেষ্ট নয়; ইসরায়েলের দখল, অবরোধ ও বসতি স্থাপন বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিটেনের এই ঘোষণা কেবল প্রতীকী হলেও আন্তর্জাতিক অঙ্গনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনায় নতুন মাত্রা যোগ করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন