Ridge Bangla

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীসুবিধা ও চাহিদা অনুযায়ী মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় সকালে প্রথম ট্রেন চলাচল শুরু হবে আরও আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন চলবে আধা ঘণ্টা দেরিতে, যাতে যাত্রীদের সুবিধা নিশ্চিত করা যায়।

ডিএমটিসিএলের সূত্র জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি কার্যকর হবে। এই সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। পরীক্ষামূলক সময়ে সকাল ও রাতের বাড়তি সময় চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে, অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না।

বর্তমান সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সময়সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে, এবং শেষ ট্রেন চলবে রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল সূত্রের মতে, নতুন সময়সূচির মূল লক্ষ্য হলো যাত্রীদের ভিড় কমানো, যাত্রার সুবিধা বৃদ্ধি করা এবং সময়মতো পর্যাপ্ত ট্রেন সরবরাহ নিশ্চিত করা। নতুন সূচি কার্যকর হলে মেট্রোরেল যাত্রীরা সকালের তাড়াহুড়া এবং রাতের শেষ সময়ে ট্রেন সুবিধা পাবেন, যা দৈনন্দিন যাতায়াত আরও সুষ্ঠু ও আরামদায়ক করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন