পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার রাতেই সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় পৌঁছার পর হানিয়া ফেসবুকে বাংলায় লিখেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?” পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত একটি পোস্ট করেন। তার এই উষ্ণ অভিব্যক্তি বাংলাদেশের নেটিজেনদের মন জয় করেছে।
শুক্রবার সকালে হানিয়া পুরান ঢাকার বিখ্যাত নবাববাড়ি আহসান মঞ্জিলে ঘুরতে যান। তার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাঈম, যিনি চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজের বড় মেয়ে। নামিরা জানান, পরিচয় জানার পর হানিয়া বেশ চমকিত হন এবং চুটিয়ে আড্ডা দেন দুজনে।
একটি শুটিংয়ের জন্য ভোর সাড়ে ৫টায় আহসান মঞ্জিলে হাজির হন হানিয়া। সেখানে পৌঁছেই নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে নাশতা করেন। নামিরা বলেন, “হানিয়া খুব ঝাল খেতে পারে। অবাক করার মতো। খালি পেটে এসেই নাগা মরিচের ঝালমুড়ি খেয়ে নিল। ফুচকাও খেয়েছে তিন-চারটি নাগা মরিচ দিয়ে। আমাদের তো ঝাল দেখলেই চোখের পানি আসে, কিন্তু হানিয়ার জন্য সব স্বাভাবিক।”
এছাড়া আহসান মঞ্জিলে হানিয়া রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগিং শুটিংও করেন। নামিরা বলেন, “হানিয়ার সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পেয়েছি। সে প্রাণখোলা, বন্ধুসুলভ এবং খুব বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। আমাদের পরিবার এবং পাকিস্তানের পরিচিত ব্যক্তিদের বিষয়ে জানতে আগ্রহী ছিল।”