Ridge Bangla

ডেঙ্গু প্রতিরোধে ধলপুরে যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর ধলপুর এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএসসির অঞ্চল-৫ এর অন্তর্গত ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন ডিএসসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা।

ডিএসসিসি ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলাম এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. নূর-ই-নাজনীন ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন