Ridge Bangla

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিধবার অনশন, পলাতক পরিবার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের দাবিতে প্রেমিক হৃদয়ের (২৯) বাড়িতে অবস্থান নিয়েছেন ঢাকার ডেমরার এক বিধবা নারী রুপা (২৭)।

রুপা জানান, ২০১৬ সালে হৃদয়ের সঙ্গে পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘদিন তারা শারীরিক সম্পর্কেও জড়ান। এ সময় বিভিন্নভাবে হৃদয় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কিন্তু সম্প্রতি রুপা জানতে পারেন, হৃদয় গোপনে অন্য মেয়েকে বিয়ে করেছেন। খবর পেয়ে গত রোববার তিনি ছুটে আসেন হৃদয়ের গ্রামের বাড়ি ঘাসেরখিল গ্রামে। তবে তাঁর আসার খবর শুনে হৃদয় ও পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে রুপা সেখানেই অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, এর আগেও হৃদয়ের বিরুদ্ধে নারীঘটিত একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসী তাঁর বিচার দাবি করেছেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন