Ridge Bangla

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: অ্যাডোলেসেন্সের জয়জয়কার, আলোচনায় দ্য পিট ও দ্য স্টুডিও

টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডস ২০২৫ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ৭৭তম আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলেসেন্স। পরিচালনা, রচনা ও অভিনয়সহ মোট ছয়টি বিভাগে বিজয়ী হয়েছে সিরিজটি।

এবারের আসরে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে দ্য পিট। এ সিরিজে অভিনয়ের জন্য নোয়া ওয়াইল হয়েছেন সেরা অভিনেতা, আর সহ-অভিনেত্রী ক্যাথরিন লানাসা জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান। একই বিভাগে সেভারেন্স-এর ট্রামেল টিলম্যান হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা এবং ব্রিট লোয়ার জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

কমেডি সিরিজে সেরা হয়েছে দ্য স্টুডিও। এখানে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতা হয়েছেন। পাশাপাশি সহকর্মী ইভান গোল্ডবার্গ জিতেছেন সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার। হ্যাকস-এর জিন স্মার্ট হয়েছেন সেরা অভিনেত্রী এবং হানাহ আইনবিন্ডার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান। এদিকে সমবডি সামওয়্যার-এর জেফ হিলার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে দর্শকদের চমকে দিয়েছেন।

লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে অ্যাডোলেসেন্স। সেরা সিরিজ ছাড়াও স্টিফেন গ্রাহাম (সেরা অভিনেতা), ওয়েন কুপার (সেরা পার্শ্ব অভিনেতা), এরিন ডোহার্টি (সেরা পার্শ্ব অভিনেত্রী), ফিলিপ বারান্টিনি (সেরা পরিচালক) ও চিত্রনাট্যকার পুরস্কার জিতেছে নাটকটি।

অন্যান্য বিভাগে দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট (টক শো), দ্য ট্রেইটর্স (রিয়েলিটি প্রতিযোগিতা), লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (ভ্যারাইটি সিরিজ) এবং এসএনএল৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল (লাইভ ভ্যারাইটি স্পেশাল) বিজয়ী হয়েছে। ড্রামা সিরিজে সেরা পরিচালক হয়েছেন অ্যাডাম র্যান্ডাল (স্লো হর্সেস) এবং লেখক ড্যান গিলরয় (অ্যান্ডর)।

অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানানো হয়, আর বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পান টেড ড্যানসন ও মেরি স্টিনবারজেন। এবারের আসর সঞ্চালনা করেন কৌতুকশিল্পী নেইট বারগাটজে, যা সরাসরি সম্প্রচারিত হয় সিবিএসে এবং স্ট্রিম হয় প্যারামাউন্ট প্লাসে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন