ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে তিনি নতুন করে শিরোনামে ওঠেন।
শোয়ের মঞ্চে তানিয়া মিত্তাল জানিয়েছেন, তাঁর রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি, এবং সেখানে কাজ করেন প্রায় ৮০০ কর্মী। তবে দর্শকের নজর কেড়েছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বলেন, বেকার পুরুষকেও বিয়ে করতে তাঁর কোনো আপত্তি নেই।
সেই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, “আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তাঁর পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।”
নিজেকে রোম্যান্টিক দাবি করে তানিয়া আরও বলেন, “সম্পর্কে থাকলে আমি সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই। স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।”
তানিয়া ব্যাখ্যা দিয়েছেন, তাঁর তিনটি কারখানা থাকায় তিনি এমন কাউকে চান না, যে তাঁর জন্য অর্থ আয় করবে। বরং তিনি মনে করেন, পুরুষরা সংসারে নিশ্চিন্ত থাকতে চায়। তাই তিনি নিজেই সংসারের আয়-রোজগার করবেন এবং স্বামীর জন্য রান্নাও করবেন।