বলিউড অভিনেতা টাইগার শ্রফ সম্প্রতি মন্দিরে পূজা দিতে গিয়ে এক নতুন বিতর্কের মধ্যে পড়েছেন। জানা গেছে, ওই দিন তিনি পরেছিলেন বুকখোলা কুর্তা ও পাতিয়ালা প্যান্ট। সেই পোশাকেই তিনি ক্যামেরাবন্দি হন। ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় নেটিজেনদের নানা সমালোচনা।
কিছু ব্যবহারকারীর মতে, মন্দিরের মতো পবিত্র স্থানে এমন খোলামেলা পোশাক মানানসই নয়। কেউ মন্তব্য করেছেন, “তারকা সন্তানরা মন্দিরে পুজো দিতেও স্টাইল দেখানোর চেষ্টা করছেন।” আবার কেউ লিখেছেন, “এখানেও কি বুকখোলা জামা পরতে হবে?”
যদিও টাইগার শ্রফ এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি, তাঁর ভক্তরা সামাজিক মাধ্যমে এই বিতর্ককে অযথা মনে করছেন। তাদের দাবি, একজন মানুষের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা উচিত, বিশেষ করে যদি তা কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা না হয়।
উল্লেখ্য, টাইগার শ্রফ বলিউডে অ্যাকশন এবং নাচের জন্য সমান জনপ্রিয়। তবে তাঁর ফ্যাশন স্টেটমেন্টও প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এর আগেও বিভিন্ন অনুষ্ঠান বা শুটিং সেটে তাঁর পোশাক ও স্টাইল নিয়ে নেটিজেনদের সমালোচনা দেখা গিয়েছে।
এ ঘটনায় আবারও দেখা যাচ্ছে, বলিউডে তারকা ব্যক্তিত্বের পোশাক এবং স্টাইল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হওয়া নতুন কিছু নয়। টাইগার শ্রফের ভক্তদের মতে, একজন অভিনেতার ব্যক্তিগত পছন্দের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই উচিত, এবং তাঁর অভিনয় বা ফ্যাশনের প্রতি এত বিতর্ক তৈরি করা জরুরি নয়।