Ridge Bangla

দীপিকার সঙ্গে বিচ্ছেদের পেছনের কারণ জানালেন রণবীরের মা

বলিউডে এক সময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম। দু’জনেই তখন উঠতি তারকা। ক্যারিয়ারের শুরুতে একে অপরের প্রেমে প্রজাপতির মতো উড়েছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি এবং শেষ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হয়েছেন। বিচ্ছেদের পর উভয়েই ব্যক্তিগত জীবনকে নতুনভাবে সাজিয়েছেন।

এর আগে বহুবার দীপিকা পাড়ুকোন বলেছেন, রণবীর তাঁর সঙ্গে সম্পর্ককে মোটেও সিরিয়াসভাবে নেননি এবং উল্টো তাঁকে ঠকিয়েছেন। তবে এবার এই দাবী উড়িয়ে দিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। তিনি বলেন, “রণবীর মোটেই সেই ধরনের মানুষ নন। আসলে দীপিকার সঙ্গে সম্পর্কের সময় রণবীর একটু স্পেস চাইছিলেন। কিছু প্রাইভেসি প্রয়োজন ছিল। কিন্তু দীপিকা সেটা দিতে পারেননি। আমার মনে হয়, এই কারণে রণবীর বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। রণবীর একেবারেই প্লেবয় ছিলেন না।”

নীতি কাপুরের কথায়, রণবীর এবং দীপিকার বিচ্ছেদ ছিল ব্যক্তিগত কারণের ফলাফল, যা বাইরের মানুষ বোঝা কঠিন। সম্পর্কের মধ্যে সঠিক সমঝোতা ও ব্যক্তিগত সীমার রক্ষা প্রয়োজন, এবং সে সময় সেটা হয়নি।

দীপিকাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে, যেখানে ছিলেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং ও অক্ষয় কুমার। অন্যদিকে রণবীরকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবিতে, যেখানে সহশিল্পী হিসেবে ছিলেন রাশমিকা মান্দানা, অনীল কাপুর প্রমুখ।

এবার নীতু কাপুরের মন্তব্য রণবীর ও দীপিকার সম্পর্কের প্রতি ভক্তদের কৌতূহল কিছুটা মেটাবে এবং স্পষ্ট করে দেবে যে বিচ্ছেদের পেছনে প্রাইভেসি ও ব্যক্তিগত কারণই প্রধান ভূমিকা রেখেছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন