Ridge Bangla

না বুঝে অনেক কাজ করে ফেলেছি: রুকাইয়া জাহান চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার অভিনয় দক্ষতা এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের কারণে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে চমক বলেন, “আমি যেখানে যাই, ওটাই চমক।”

চমক আরও জানান, “আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই, ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমককে এক্সপ্লোর করা হয়নি।” তিনি বিশ্বাস করেন, নিজের কাজের মাধ্যমে তিনি প্রতিনিয়ত নতুন দিক আবিষ্কার করছেন।

নিজের কাজের প্রসঙ্গে চমক বলেন, “আমি জীবনের বিভিন্ন পথ এক্সপ্লোর করছি। আগে মনে করতাম, দুটো অসাধারণ নাটক, ওটিটি বা সিনেমা করলেই সেটা বড় অর্জন হবে। কিন্তু এখন আমার কাছে অর্জনের সংজ্ঞা বদলে গেছে।”

তিনি আরও বলেন, “দুটি বড় কাজ করলে সেটা মানে আর্টিস্ট হিসেবে আমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আমি সমাজকে কী বার্তা দিচ্ছি, মানুষের জন্য কী উপকার হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

চমক জানালেন, “যে কাজ কোনো অর্থ তৈরি করে না বা মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না, সেই কাজে আমি আর যুক্ত হতে চাই না। আগে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। এখন আমি এমন কাজই পছন্দ করি যা মানুষের জন্য, সমাজে একটি নতুন ভিন্নতা বা প্রভাব নিয়ে আসে।”

সংবাদ সম্মেলনে চমকের কথায় স্পষ্ট হয়ে ওঠে, তার অভিনয় শুধু মানেই দর্শক আনন্দ নয়, বরং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াও তার লক্ষ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন