Ridge Bangla

শব্দদূষণ নিয়ন্ত্রণে গুলশানসহ চার এলাকা ‘নীরব অঞ্চল’ ঘোষণা

রাজধানীর চার অভিজাত এলাকা—গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএনসিসির পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংস্থার সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬–এর বিধি-৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ডিএনসিসি কর্মকর্তাদের ভাষ্যমতে, অক্টোবর মাস থেকে সারা বছর ধরে হর্ন না বাজানোর বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণা চালানো হবে। পাশাপাশি, পরবর্তীতে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন