Ridge Bangla

অভিনব কৌশলে চিরকুট দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি, আতঙ্কে গ্রাহকরা

গাজীপুরের কোনাবাড়িতে বৈদ্যুতিক মিটার চুরির অদ্ভুত কৌশল নিয়ে সক্রিয় হয়েছে একটি সংঘবদ্ধ চোর চক্র। রাতের আঁধারে এই চক্রটি অভিনবভাবে ভবন ও কারখানার বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যাচ্ছে, যা চোখে পড়ছে না স্থানীয় কোনো বাসিন্দাদেরও।

চক্রটি চুরির পর মিটার বক্সে চিরকুট রেখে যায়, যেখানে ফোন নম্বর ও বার্তা লেখা থাকে। ওই নম্বরে যোগাযোগ করলে মিটার ফিরিয়ে দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা দাবি করছে চক্রটি।

ভুক্তভোগীদের একজন রমজান আলী জানান, তাঁর মিটার চুরি হওয়ার পর চিরকুটে পাওয়া নম্বরে যোগাযোগ করলে প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে ১০ হাজার টাকা বিকাশে দেওয়ার শর্তে নির্দিষ্ট স্থানে মিটার ফেরত দেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক চুরি হওয়া মিটার উদ্ধার করা সম্ভব হলেও ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই এখন মিটার বক্স তালাবদ্ধ করে রাখছেন।

পল্লী বিদ্যুতের কোনাবাড়ি জোনের ডিজিএম মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে অন্তত তিনটি মিটার চুরি হয়েছে। এর মধ্যে দুটি উদ্ধার হলেও একটি এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চক্রটিকে ধরতে অভিযান চলছে।

কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইতিমধ্যেই আমরা বেশকিছু লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে টহল জোরদার করা হয়েছে। দ্রুতই চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন