Ridge Bangla

প্রেম-বিচ্ছেদ ও অবিবাহিত জীবন নিয়ে কী বললেন তানিশা মুখার্জি?

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার কন্যা তানিশা মুখার্জি ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায়। প্রেম-বিচ্ছেদ ও অবিবাহিত জীবন নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন তিনি। উদয় চোপড়া, আরমান কোহলিসহ প্রেমের নানা অধ্যায়ে বহুবার শিরোনামে আসা তানিশা এবার ভক্তদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “এটা এতটা হৃদয়ভাঙা ঘটনা ছিল না। অনেকে বিষয়টিকে গভীরভাবে দেখলেও, আমার জন্য তা অতটা বড় নয়।” তবে উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের সময় তানিশা বলেন, “আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কারণ আমরা দীর্ঘদিন বন্ধু ছিলাম এবং একে অপরকে খুব কাছ থেকে চিনতাম।”

তিনি আরও বলেন, “আমি সবসময় জীবনের উজ্জ্বল দিকগুলো দেখতে ভালোবাসি। যা কিছু ঘটে, তা ভালোর জন্যই ঘটে।” প্রেমে পড়ার অনুভূতি উপভোগ করেন তিনি এবং সেই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দেন।

বিয়ে নিয়ে তানিশা জানান, “বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান, তবে সঠিক মানুষ খুঁজে পেলে।” বর্তমানে সন্তান চাইছেন না বলে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন। তিনি উল্লেখ করেন, “মেয়েরা বংশবৃদ্ধির জন্য নয়, জীবন এগিয়ে নিতে পারে। দত্তক নিয়েও মা হওয়া সম্ভব।”

তানিশা মুখার্জি বিভিন্ন রিয়েলিটি শো ও বিজ্ঞাপন, ওয়েব সিরিজে কাজ করছেন। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর মুরারবাজি’, যা চলতি বছরের শুরুতে মারাঠি ভাষায় মুক্তি পেয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন