ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করতে কখনো পিছপা হন না। সামাজিক মাধ্যমে প্রভা প্রায়ই ব্যক্তিগত মতামত ও জীবনধারার গল্প শেয়ার করেন। তবে এ কারণে তাঁকে নানা সময়ে কটাক্ষ ও খোঁচা ভোগ করতে হয়।
সদ্য সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রভা লিখেছেন, কেউ যখন হেসে হেসে খোঁচা দিয়ে কথা বলে, আমি সঙ্গেই হাসি। কিন্তু বাস্তবে খারাপ লাগে। তিনি আরও জানান, “মজার ছলে কেউ যা বলে, তা আমার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুরের ঝড়। খোঁচা দেওয়ার মানুষরা জানে না, তাদের ভিতরটা কতটা কুৎসিত।”
এ সময় প্রভা কেবল তাঁর ব্যক্তিগত যন্ত্রণার কথা জানাননি, বরং ভক্ত ও অনুসারীদের সঙ্গে সরাসরি মনের কথাও ভাগাভাগি করেছেন। তাঁর এই খোলামেলা অভিব্যক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন।
প্রভা বর্তমানে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করছেন। তিনি একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে সরল ও খোলামেলা ব্যক্তিত্ব দেখানোর কারণে প্রভা এখন সমালোচক ও ভক্ত উভয়ের নজর কাড়তে সক্ষম হয়েছেন।