ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত ব্যবসায়ী ও স্পাইডার গ্রুপের কর্ণধার রিপন মুন্সিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় নিজ অফিস থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রিপনের বাড়ি নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতায় হলেও তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, ঢাকার বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় রিপন ২০ নম্বর আসামি। মামলার বাদী শ্রমিক আজিজুল হক অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বাড্ডার লিংক রোডে আন্দোলনরত ছাত্রজনতার ওপর সন্ত্রাসীরা গুলি চালায়।
এ সময় রিপন মুন্সি ৪০ জনের একটি দল নিয়ে আন্দোলন দমন করতে ছাত্র জনতার ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়ে দৃষ্টিশক্তি হারান আজিজুল। পরবর্তীতে সুস্থ হয়ে চলতি বছরের গত ৩ মার্চে মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। এ বিষয়ে এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও রিপন মুন্সির বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে এবং তাকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল গণমাধ্যমে।