Ridge Bangla

ট্রাম্প-জিনপিং এর হঠাৎ ফোনালাপের বিষয়বস্তু কী?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টেলিফোনে কথা হয়েছে। যদিও ফোনালাপের বিস্তারিত প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে—টিকটকের মালিকানা হস্তান্তর, দুই দেশের শুল্কনীতি এবং আসন্ন এক শীর্ষ বৈঠক ছিল আলোচনার মূল বিষয়বস্তু। খবর সিসিটিভি এবং শিনহুয়ার।

ফোনালাপের আগের দিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা টিকটক ও বাণিজ্য বিষয়ক আলোচনায় “চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন” এবং চীনের সঙ্গে তাঁর সম্পর্ক “খুব ভালো অবস্থায় রয়েছে।”

টিকটকের মালিকানা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদেই। দ্বিতীয় মেয়াদে এটি আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রস্তাব অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের অন্তত ৮০ শতাংশ শেয়ার কিনবেন এবং বাকি ২০ শতাংশ থাকবে চীনা বিনিয়োগকারীদের হাতে।

মার্কিন প্রযুক্তি ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি—ওরাকল, আন্দ্রেসেন হোরোভিৎজ, সিলভার লেকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করবে বলে জানা গেছে। নতুন গঠিত কনসোর্টিয়ামের পরিচালনা পর্ষদে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং ট্রাম্প প্রশাসনের একজন প্রতিনিধি বোর্ড সদস্য হিসেবে থাকবেন।

প্রথমদিকে চীনভিত্তিক কোম্পানি বাইটড্যান্স তাদের শেয়ার ছাড়তে রাজি না হলেও সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা ও মার্কিন চাপের মুখে কিছুটা নমনীয় হয়েছে। অক্টোবরের শেষ দিকে ট্রাম্পের এশিয়া সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও চুক্তির চূড়ান্ত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি, হোয়াইট হাউস জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত যেকোনো তথ্যকে অনুমান হিসেবেই বিবেচনা করা উচিত।

দুই অর্থনৈতিক পরাশক্তি সম্প্রতি পারস্পরিক শুল্কহার বাড়ানোয় বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়েছে। উভয় দেশ এখন একটি সমঝোতায় পৌঁছাতে কাজ করছে, যাতে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফেরানো যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন