Ridge Bangla

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থী স্মার্টফোনসহ ধরা পড়ে বহিষ্কার

গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার সময় স্মার্টফোন রাখার অপরাধে মো. কামরুজ্জামান মিয়া নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের পরীক্ষা চলাকালে। কামরুজ্জামান মিয়া মীরগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭ এর প্রধান সহযোগী অধ্যাপক মো. রহুল আমীন কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার সময় কামরুজ্জামানের কাছে স্মার্টফোন পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন।

তিনি আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। কেউ যদি নকল বা পরীক্ষাবহির্ভূত কোনো অসৎ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

আরো পড়ুন