Ridge Bangla

বিমান বাংলাদেশে প্রশাসনিক রদবদল: পরিবর্তন এলো পরিচালক পদে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক পর্যায়ে আনা হয়েছে রদবদল। এতে একজন পরিচালককে নতুন পদে বদলি করা হয়েছে এবং আরেকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মমিনুল ইসলামকে নতুন দায়িত্ব হিসেবে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদে বদলি করা হয়েছে। অপরদিকে, পরিচালক (অর্থ) মো. নওসাদ হোসেনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তার জানা নেই।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন