Ridge Bangla

ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেলেন অভিনেতা নাসিরউদ্দিন খান, চিনতেই পারেনি কেউ

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা নাসিরউদ্দিন খান এবার চমকে দিয়েছেন ভিন্ন এক রূপে। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে ওটিটিতে আলোচিত এই অভিনেতা সম্প্রতি ওয়েব সিরিজ নয়া নোট-এর শুটিংয়ে ভিক্ষুক সেজে এমন অভিনয় করেছেন যে, ফার্মগেটে কেউই তাকে চিনতে পারেনি। বরং অনেক পথচারী তাকে ভিক্ষা দিয়েছেন।

ঘটনাটি ঘটে রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজ এলাকায়। পরিচালক অনন্য প্রতীক চৌধুরীর পরিকল্পনায় দূরে ক্যামেরা সেটআপ রেখে নাসিরউদ্দিন খানকে পাঠানো হয় রাস্তায়। চরিত্র অনুযায়ী তিনি পথচারীদের কাছে হাত পেতেই অনেকে সত্যিকার ভিক্ষুক ভেবে টাকা দেন। প্রথম দিনের শুটিং শেষে গুনে দেখা যায়, তার হাতে জমেছে প্রায় ৫০০ টাকা।

নাসিরউদ্দিন খান এক সাক্ষাৎকারে বলেন, “আমি ভিক্ষা চাইছিলাম, অনেকে এড়িয়ে গেলেও কেউ কেউ টাকা দিলেন। পরে দেখি বেশ কিছু টাকা জমে গেছে। তখন মনে হলো, আসলেই মানুষ আমাকে চিনতে পারেনি।” তিনি আরও জানান, চরিত্রটির মধ্যে যেমন সহজ পদ্ধতিতে অর্থ পাওয়া যায়, তেমনি এর ভেতরে লুকিয়ে থাকে অসম্মান ও সামাজিক হীনমন্যতার বিষয়ও।

পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিংয়ের সময় ভিক্ষা হিসেবে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। নয়া নোট-এর কাহিনি এগিয়েছে সেই অভিজ্ঞতাকে ঘিরেই। সিরিজটিতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া। ইতোমধ্যে ওয়েব সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন