Ridge Bangla

শ্রীলেখার পাশে আদালত, বয়কটের পোস্টার সরাতে নির্দেশ

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই নানা সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছেন। কখনও শাসক দলের নেতাদের দুর্নীতি, কখনও শিক্ষকদের চাকরিচ্যুতি বা আরজি করের নির্যাতনের প্রতিবাদে তিনি সোচ্চার হয়েছেন প্রকাশ্যে। এ কারণেই সমাজের একটি অংশের কাছে তিনি চক্ষুশূল হয়ে উঠেছেন।

সম্প্রতি শ্রীলেখার বাড়ির আশেপাশে কিছু পোস্টার দেখা যায়, যেখানে তাকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শ্রীলেখা জানান, তিনি পোস্টারগুলো সরাতে পুলিশকে অনুরোধ করেছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলকাতা হাই কোর্টে শুনানি শেষে অভিনেত্রীর নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ। আদালতের আদেশে শ্রীলেখার বাড়ির সামনে থাকা সব ধরনের বিতর্কিত ও অসম্মানজনক পোস্টার দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আদালতের এই পদক্ষেপকে শ্রীলেখার সমর্থকরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সামাজিকভাবে বয়কটের নামে শিল্পী বা সাধারণ নাগরিককে হেনস্তা করার প্রবণতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শ্রীলেখা নিজেও আদালতের নির্দেশনার পর স্বস্তি প্রকাশ করেছেন।

তবে এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সমালোচকরা বলছেন, অভিযোগ পাওয়ার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় নিশ্চিত হবে—সেই প্রশ্ন থেকেই যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন