Ridge Bangla

সেভেন সিস্টার্সে বিনিয়োগ আকৃষ্টে বিশেষ সম্মেলন করছে ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত সরকার। আসন্ন উত্তর-পূর্ব বিনিয়োগকারী সম্মেলন-২০২৫ উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনা তুলে ধরতে ১৫ এপ্রিল এক ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় বসেন জয়শঙ্কর। এ সময় তিনি বলেন, “সময় যত যাচ্ছে, উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব ততই বাড়ছে।” তিনি রাষ্ট্রদূতদের এ অঞ্চলের সাথে পরিচিত হয়ে নিজ নিজ দেশের সরকার ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সম্ভাবনাগুলো তুলে ধরার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’, এবং ‘বিমসটেক’-এর মতো ভারতের গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অঞ্চল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে জয়শঙ্কর লেখেন,
“দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, পর্যটন কেন্দ্র এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অবদানকারী হিসেবে উত্তর-পূর্ব ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেছি। আমরা আত্মবিশ্বাসী, আসন্ন উত্তর-পূর্ব বিনিয়োগ সম্মেলন এই অঞ্চলের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াবে।”

এর আগে গত ৩ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের ‘সমুদ্র প্রবেশের একমাত্র অভিভাবক’ হিসেবে আখ্যা দেন। বিষয়টি নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হলে জয়শঙ্করও পাল্টা প্রতিক্রিয়া জানান।

আরো পড়ুন