Ridge Bangla

ইহুদি হলেও ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিলেন হ্যানা আইনবাইন্ডার

মার্কিন অভিনেত্রী হ্যানা আইনবাইন্ডার, যিনি ইহুদি বংশোদ্ভূত, সম্প্রতি ফিলিস্তিনি অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করে “ফিলিস্তিন মুক্ত করো” স্লোগান দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছেন। তিনি কয়েকজন সেলিব্রিটির মধ্যে ছিলেন যারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

জানা গেছে, হ্যানা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এমি অ্যাওয়ার্ড গ্রহণকালে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য এ আর্জি জানান। তিনি এই মুহূর্তে ফিলিস্তিনি অধিকারের প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া সম্প্রতি তিনি হাজারো শিল্পীর সঙ্গে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে জড়িত ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

রোববার রাতে হ্যানা তার প্রথম এমি অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি কমেডি সিরিজে অসাধারণ সহ-অভিনেত্রীর ভূমিকায় এই সম্মান পান। তবে সরাসরি সম্প্রচারের সময় তার বক্তব্যের কিছু অংশ আংশিকভাবে সেন্সর করা হয়। এর পরও হ্যানার বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনেক ভক্ত তার বক্তব্য শুনে কিছুটা হতভম্ব হন। কারণ হ্যানা তার বক্তৃতার মাঝখানে ইসরায়েলের বর্বরতার নিন্দা করে ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জানাতে দ্বিধা করেননি। এই সাহসী বক্তব্যকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে ব্যাপকভাবে প্রশংসিত করা হয়েছে।

হ্যানার এই কর্মকাণ্ড শুধুমাত্র তার ব্যক্তিগত অবস্থান নয়, বরং মানবাধিকার ও ন্যায়ের পক্ষে শিল্পীদের সক্রিয় ভূমিকার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন