Ridge Bangla

কর ফাঁকি কেলেঙ্কারি: দুই কর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালী ও ফরিদপুর কর অঞ্চলের দুই কর কর্মকর্তাকে গুরুতর অনিয়ম ও ঘুষ গ্রহণের ঘটনায় শাস্তি দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তদন্তে দেখা গেছে, তারা একটি প্রতিষ্ঠানের ২৯৯ কোটি টাকার কর দায় কমিয়ে মাত্র ৩৩ কোটিতে নামিয়ে আনেন এবং এর বিনিময়ে ৩৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।

ঘটনার সঙ্গে জড়িত নোয়াখালী কর অঞ্চলের তৎকালীন যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অপরদিকে, ফরিদপুর কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্তে জানা যায়, জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের কর নির্ধারণে ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে গোপনে অর্ডারশিট জারি করা হয়। এতে সরকারি কোষাগার থেকে প্রায় ২৬৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়।

অভিযোগ অনুযায়ী জাহাঙ্গীর আলম ৩০ লাখ এবং মাসুদুর রহমান ৫ লাখ টাকা ঘুষ নেন। তবে মাসুদুর রহমান ঘুষের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কেবল জাহাঙ্গীর আলমের নির্দেশে অর্ডারশিট প্রস্তুত করেছিলেন।

ঢাকা কর অঞ্চল-১৮-এর কমিশনার বিষয়টি নজরে আনার পর এনবিআরের গোয়েন্দা দল তদন্ত চালায় এবং অনিয়মের প্রমাণ মেলে। পরে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন