Ridge Bangla

ভক্তদের প্রশ্নের জবাব দিলেন তামিম মৃধা

অভিনয়, সংগীত ও ইউটিউব জগতে একসময় সমান জনপ্রিয় ছিলেন তামিম মৃধা। তবে বেশ কয়েক বছর ধরে তিনি পুরোপুরি শোবিজ অঙ্গন থেকে সরে এসে ধর্মীয় জীবনযাত্রায় মনোনিবেশ করেছেন। বর্তমানে তিনি নিয়মিত ইসলামিক কনটেন্ট তৈরি করছেন এবং ধর্মীয় কাজকর্মে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তামিমের এই পরিবর্তনে অনেক ভক্তই বিস্মিত হয়েছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর প্রায়ই ভক্তরা তার কাছে রিজিকের বিষয়ে প্রশ্ন করেন। সম্প্রতি ওমরাহ পালন করতে গিয়ে সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি ভক্তদের এই প্রশ্নের জবাব দেন।

তামিম লিখেছেন, “অনেকে জানতে চান এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক আসলে কী? এই যে আমি সুস্থভাবে ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি— এসবই তো আমার রিজিক।”

তিনি আরও উল্লেখ করেন, “এই রিজিক নিয়েই আমি আমার প্রিয় জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি এবং নিজেও সন্তুষ্ট থাকতে পারছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ।”

তামিম তার পোস্টে সকলের জন্য দোয়া করে লিখেছেন, “আল্লাহ যেন আমাদের প্রত্যেককে অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দেন। আমিন।”

ভক্তদের কাছে তিনি শুধু একজন প্রাক্তন অভিনেতা নন, বরং এখন একজন দীক্ষিত ধর্মপ্রাণ মানুষ হিসেবে নতুন পরিচয় তৈরি করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন